শ্রাবণে গগন, প্রভাতে পবন বয়
ঘরে আমি একা !
গুরু গুরু মেঘে বাহিরে চাহিয়া রয় ।

পথিক পথে তার আনমনা মন,
ভাবি আমি সেই;
শন শন বায়ু, বহিছে বাহিরে ক্ষণ ।

নদীতে বারি ঢেউ, রহিছে দু-ধার
দেখি আমি চাহি;
ঘন ঘন স্রোত উথলা হয়েছে তার ।

আকাশে কালো মেঘ, হয়েছে ভার
মন নেই ভালো !
ঝাঁকে ঝাঁকে পাখি, করুণ সুরেতে তার ।

আঁধার নামে এই, দশ দিক ছাড়ি
কিবা বলি রে ভাই ?
ঝর ঝর ধারা , তবু বহিছে ধারি ।

সহসা উঠিল জেগে, প্রচণ্ড সমীরণে
কড় কড় বাজ !!
সারাদিন ধরে ঝর ঝর ধারা ঝরিছে আজ।।

রচনাকালঃ- ২৫ জুলাই ২০১৮