শ্রাবন্তী, মানবজন্মের ব্যথা আমরা পেয়েছি
মনে হয় কোনো এক কালবৈশাখের রাতে:
যমুনার তীর ঘিরে যেই সব জাতি, বসবাস করে
তাহাদের সাথে...... ।

ব্রহ্মপুত্রের আঁধার পথে করেছি গুঞ্জন;
মনে পড়ে নিবিড় নিয়ন আলো,
তিমির পুকুর পাড়, মদের সার্থবাহ, শেয়ালের আর্তনাদ
দুধের মতন তুমি সাদা নারী।

এখন অপর আলো পৃথিবীতে জ্বলে;
কি এক অপব্যয়ী অক্লান্ত আগুন!
তোমার নিবিড় কালো চুলের ভিতরে
কবেকার সমুদ্রের নুন;
তোমার মুখের রেখা আজো
মৃত কত যুবকের বেদনার সাধ
রয়েছ কতো কাছে— তবু কতো দূর।

০৫ মে ২০২৫
জামালপুর ।