দুরু দুরু কম্পিয়া
      কাঁপিছে হৃদয় হিয়া ;
শুভ নব ঘন ক্ষণ আসিবে কখন ?
ভাবিতেছে এই মন ।


হাঁসি খেলা চঞ্চল
        আঁখি ছিল সজ্জল;
তরু ছায়া পাখি দল ছুটিছে গগন !
দেখিতেছি এই ক্ষণ ।
শুভ নব ঘন ক্ষণ আসিবে কখন ?


দিক দশ বনতল
          ফুলে দোলে ভূতল
বায়ু বহে হিয়া দহে স্বপনে শয়ন;
তারি মাঝে এই ক্ষণ ।
শুভ নব ঘন ক্ষণ আসিবে কখন ?


নদী বহে কুলধার
          দুই দিকে সমাহার;
গাছে গাছে সারি সারি
বনফুলে আছে ভরি পুলকে নয়ন !
অনুভবে এই মন ।
শুভ নব ঘন ক্ষণ আসিবে কখন ?


বারি ঝরে রাতদিন
          একা ঘরে উদাসীন;
গুরু মেঘে অতি বেগে ছেয়েছে গগন
উদাসীন এই ক্ষণ
শুভ নব ঘন ক্ষণ আসিবে কখন ?
ভাবিতেছে এই মন ।।


রচনাকালঃ- ২২ সেপ্টেম্বর ২০১৮