বাবু সাহেবের গায়ে হলুদ
সবার রইল আমন্ত্রণ
বৌ-ভাতে থাকবে কে
গুটি কয়েক নিমন্ত্রণ।

নাকের ফুলটা কিনতে হবে
তাও দিবে আব্বুজান
দেখতে গিয়ে হবে বিয়ে
তাও এত টান টান।

অবশেষে হল বিয়ে
বধূ নিয়ে ফিরবে বাড়ি
সাহেব বাবু খুশি এখন
চড়ছে দু'জন ভেন গাড়ি।