ঝড় তুফানে কিংবা
দাও দাও অগ্নি জ্বলছে সেখানে-
মা নিজে হাসি মুখে দিয়ে প্রাণ
বাঁচিয়ে দিয়েযান সন্তান।
অসহ্য রোদ্দরে কিংবা
বৃষ্টির দিনে মা- মমতার ছাতা,
ঋন শোধহবেনা ভাই জীবন পিষে
বানিয়ে দিলেও মায়ের জুতা।
মা সে-তো মা ই, যার হয়না কোন তুলনা,
প্রভুর নিখুঁত দান সে-যে,চল করি পণ
মাকে কখুনো কষ্ট দিবনা।
শীতের রাত,থর থর কাঁপছে মা,
সন্তানকে আগলে রাখেন শীতকি বুঁঝতে দেননা।
নিজে না খেয়ে মিথ্যা খাওয়ার অভিনয় করে
সন্তানকে মা পেট ভরে খাওয়ান,
পৃথিবীতে মা ছাড়া কেও পাড়েনা
করতে এমন  নিঃসার্থ দান,
তাইতো আল্লা নিজে দিয়েছেন
আল্লাহ ও নবীর পরে স্থান!