বারো মাসে ছয় ঋতু নিয়ে বাংলাদেশ,
অপরূপ সৌন্দর্যের নেই তো কোন শেষ।


গ্রীষ্ম আসে কৃষকের পিঠ পোড়ানো রোধ নিয়ে,
আরো আসে আম কাঁঠালের সু-স্বাদু স্বাদ নিয়ে।


বর্ষা এলে ভেসে উঠে গ্রাম গুলো হেসে হেসে,
বর্ষার শেষ অবসানে শরৎ উঠে ঝলমলে।


শরৎ এলে কাশ ফুলে রই শুভ্র হাসি
ছড়িয়ে পড়ে মনে, বনে।


হেমন্ত এলে কৃষক-চাষী,
ধান কাটাই গান তুলে,
সবাই মিলে মেতে উঠে নবান্ন উৎসবে।


শীত আসে কুয়াশার হিমেল হাওয়ার সকাল নিয়ে,
আরো আসে রসে ভেজা মজার, মজার পিঠা নিয়ে।


অবশেষে ঋতু রাজ এলো হেসে, হেসে
তাইতো কোকিল গাছের ডালে মিষ্টি সুরে ডাকে।