ফেব্রুয়ারি একুশ তারিখ
শহীদ হলেন রফিক, শফিক আরোও অনেকেই।


হলেন তারা ভাষার শহীদ,
জীবন দিয়ে করল তারা
বাংলাকেই রাষ্ট্র ভাষা।


তোমরা মোদের হৃদয়ের ধন
মোদের  দিয়েছ,
বাংলা ভাষায় কথা বলার অধিকার।


একুশ গেলে ভুলে যাব
সে তো কথা নয়,


আমরা তোমাদের স্বরণ করব
প্রতিটি সময়।


দেখালে পথ অধিকার আদায়ের
শেখালে কত শ্লোগান,
সে পথে হেটে
বাঙালী পেল স্বাধীনতার অধিকার।


আর, একুশ গেলে ভুলে যাব
সে তো কথা নয়,


আমরা তোমাদের স্বরণ করব
প্রতিটি সময়।