আলাপন
============
মোঃ রহমত আলী
============
দুঃখীর দরজায় কেন !
আসিবে সুখ অপ্রয়োজনে।
হাসি কান্নার জরুরত মিটিয়ে,
বন্দি সে সুখ স্বর্গলোকে।
কান পেতে শুনি সুখ যাচ্ছে চলে,
ধরিতে পারিনা বন্দি আমি অসুখে।
নাকের ডগায় লুকানো মিছে লজ্জা,
মুখে ঝরে কি যে মমতা,
অন্তরে দেখা যায় না আছে ভর্ৎসনা।
মিছেই মনে হয় সত্যের আর্তনাদ,
অজানাই থাকে সুখের সন্ধান,
তবু তো রাতদিন স্বর্গের অনুসন্ধান।


সুখের দুয়ারে দুঃখ হাজির হঠাৎ ,
দুঃখ তো সুখের আসল পাহারাদার।
ভাগ্য বদলে বদলায় মনের আদব,
জমানো দুঃখ কষ্ট হারায় না তার,
আসলেই সুখী ধনীমন যে যার।
করি অবুঝ মনে আলাপন,
দুঃখের কি সুখ আপন !
তবে সুখের চেয়ে দুঃখ কেন ?
ওজনে সদা এত কম।
চেয়ে থাকি দুখী মুখের পানে,
একটু সুখের হাসির কতই না অভাব,
এক সুখের প্রয়োজন অমূল্য যখন।


০৮.০৬.২০২৩