অমূল্য সুর
============
মোঃ রহমত আলী
============
নন্দিত হতে চেয়ে নিন্দিত হলে,
আসল গীতি কথা সুর অবহেলে।
যে নতুন অদ্ভুত বেসুরো গাইলে,
অচল হবেই এই নব সুর ঝংকার।
চিরকাল যুগে-যুগে সচল থাকবে
মহান কবির অমর সব কবিতা ও
কালজয়ী সুরের গীত-সংগীত।
যার বাঁশরী সেই বাজায় ভালো,
নয়তো সুর তুলতে হবে একই
সুরে-সুর মিলিয়ে সেই তালে-তালে।
দামি তুমি হতে পারো !
তবুও ঐ নামের নও,
যে নামে অমূল্য কবি-নজরুল॥
অতীতকে পচা ভাবাটাই ভুল,
বর্তমান যা তাই তো খনিকের,
গাও তবে ঠিকঠাক,
কবি সুরে সদা মিলিয়ে সুর ।


১৩.১১.২০২৩


কারার ঐ লৌহকপাট - গানটা
বৈগুণ্য সুরে উপস্থাপন করায় !
প্রতিবাদ স্বরূপ এই কবিতা লেখা