আর্জি
============
মোঃ রহমত আলী
============
পড়ে দেখো খালে,
তুলে কে কূলে।
নেমে যাও জলে,
সাঁতার শিখে নিবে।
ঘানি টেনে বোঝো,
ভার শয়ে যাবে।
পরো নিন্দা ছারো,
নিজে শুধরে আগে।
পরিশ্রম করে যাও,
কামিয়াব হয়ে যাবে।
বন্ধু কে চিনে লও,
শত্রু কে ধরা যাবে।


চেয়ে দেখো পাওনা,
করে না কে বাহানা।
উৎকৃষ্ট হওয়ার পরে,
নিকৃষ্ট হয়ে যেও না।
তাসের পাতা রাজে,
কেন লক্ষী খোয়াবে।
দ্বায়িত্ব মনেহয় সহজ,
পালনকারী আর কতক।
ফকির বেশে দেখো ঘুরে,
রাজা মনের কতোজনে।
হিম্মৎ যোগায় আগাও,
বাধা যেথায় মানাও।


০৪.০৫.২০২৩