চাকচিক্য
============
মোঃ রহমত আলী
============
সকালে পুষ্পের তালাশে,
দুপুরে ঝরা পাতার সন্ধান,
বিকেলে হাসির অভাব,
সন্ধ্যায় দুঃখের আবির্ভাব,
সারারাত ঘুমের অভিনয়ে
ক্লান্তি হারায় খনিকের স্বপ্নে।
ভ্রমণ একা কান্নার কারাগারে,
সূর্যের সাথে রোজকার
যুদ্ধ শেষে উদ্ধার একমুঠো
কালো-মেঘে লুকানো পূর্ণিমা।
সমুদ্রের উপরে অমূল্য
আকাশের উজালা নক্ষত্র,
মরীচিকা এক সুন্দরের চাকচিক্য
লোপাট আসল রহস্য ভিড়ে
খুঁজে চলা তারই মাঝে মুক্তির নিদ।
তরল হয়ে যায় মৃত্তিকা,
বন্দী ঘামের পরাজিত সুবাসে,
উদয় রোজ নব ঘোর তপস্যায়
ফিরে যায় মুখ লুকিয়ে কোনো
পরিচিত চোখের অপরিচিত নীর।
মূল্যবান কুয়াশা হঠাৎ নিখোঁজ,
ক্ষমা চেয়ে শান্ত,বিফল পরিশ্রম,
আনন্দ তবু চোখের মণি বৃত্তে,
অবুঝ ক্ষুধা অঙ্গন পিপাসায়,
মনোরম অঙ্গার পুষ্পের সান্ত্বনায় ॥


১৯.১১.২০২৩