দিশেহারা !
=============
মোঃ রহমত আলী
=============
দিশেহারা এক বেচারা,যেন
দিক-বিদিক ছুটছে সর্বহারা।
এ দ্বারে -ও দ্বারে, মিনতি
করিয়া-করিয়া, বারবার
কইছে ওহে মম কুঞ্জের
সভ্য কুটিরের বাসিন্দা।
একটু সাহায্য আমায় দাও,
তবেই তো আমা ভাঙ্গা মেরুদন্ড
পাইবে একটু সহসা-সাহস।


স্বাবলম্বী যে কভু আমিও ছিলাম,
আজ না হয় খুব অসহায়।
দিশেহারা তবে আমি
ভুলিয়াছি করোনি, তাহলে বলি
তোমাদেরকে'ই আমি, ওহে সব
বিত্তবান সহানুভূতি একটু
অর্থের তবে আমায় করো দান।


এ দ্বার ও দ্বার হতে
গঞ্চিত হয়ে,আর একটু
বেশি দিশে হারিয়ে শেষে,
এখন যে বঞ্চিত
তার মানবতার মান।
জানেনা কেন সে বেশিরভাগ
দুয়ারেই হয়েছে শেষে অপমান।
হঠাৎ করে আবার একজন
মানবতার বন্ধু কইছে সবেরে,
আয় তোরা - সবে আয়
এক দুই করে সাহায্য করি
দিশেহারা এই মানবেতর-কে ।


৩১.০৭.২০০৫