দুনিয়াদারি -
============
মোঃ রহমত আলী
============
এই দুনিয়াদারি সব ক্ষেতখামারী,
মরণে রয়ে যাবে এক কবর নিশানি।
কি আর মূল্য আমার বলো,
এই দুনিয়ার কোলাহলে।
জনজীবনের কথা বলছি এই
দুনিয়াদারি-তে  যা  যা দেখেছি।
কেউ নহে কারো,এই দুনিয়াদারি-র
লোকালয়ে,সবে আপন অতি
খুব নিজ  নিজ  নিজেদের।
ভুল আমার সবই ক্ষেত্রফল
এই দুনিয়ার নিরালায়।


সুযোগবাদী এ দুনিয়া সারি,
ক্ষতি করে  চুপিসারে।
পিছু লাগি  থাকি সবে,
একটু আনন্দ যাদের কাছে।
এ দুনিয়াদারি-র  মম নীতি
বুঝলাম না আজো আমি।
অনুতপ্ত সামনে সবে পিছু পানে,
সুযোগ বুঝে আঘাত হানে নির্বিচনে।
এ দুনিয়াদারি-র  মম সবে,
ভুলে যে আছে একেবারে,
মরবে যে সবে একে একে,
তাই তো করে বুঝি পাপাচার অবিচার।


০৮.০৫.২০০৪