হাবুডুবু -
============
মোঃ রহমত আলী
============
চল হাবু ডুবু,
ছল ছল জল।
চায়ে চিনি কম,
দুধে ভরা জল।
দেশি ডিম শেষ,
গোস্ত দামে বেস।
জাল চালে জেলে
মাছ মিলে নারে।
শাক পাতা চাষ,
পানে চুন খাস।
বেচা কেনা শেষ,
দামা দামি রেশ।


শোধ বিল বিদ্যুৎ,
নাই আলো অদ্ভুত।
পানি কিনে পান,
দুই নাও পাড়।
ঝোপ বুঝে কোপ,
লাভ বেশি লস।
হাবু - ডুবু - বুবু ,
কুলি বোঝা তুলি।
রেল সিট চাই,
দেখি মেম নাই।
খোকা বড় বাপ,
খাপ মিলে থাক ॥


১২.০৪.২০২৩