কে কার জন্য
============
মোঃ রহমত আলী
============
কেউ আঘাত করো নতুন করে,
আবার আমার মনের গভীরে।
পুরনো ব্যথা যেন জিন্দা হয়,
তোমার নতুন আঘাত পেয়ে।


যে কেউ ঠোস দিয়ে যাও আমায়,
দেখে -বা -না দেখে আমার,
কাটা ক্ষতের জ্বালা-যন্ত্রনায়,
অনুতাপ কিসের গাফিলতিতে।


কেউ আর খেয়াল করে না তো,
আমার নিশীথ আবেশের হাসি-কান্না।
তাই স্বপনের সাথে ভেঙ্গে যায়,
আপন আনন্দের করুণ বেদনা।


আর কেউ নয়,কার জন্য কে কাঁদে,
ভালোবাসার জন্য ভালোবাসা কাঁদে।
পরান খাঁচায় বন্দি পরানের পাখি,
চোখের ধারা শ্রাবণ কেমনে ধরে রাখি।


কেউ জখম দাও পুরাতন জখমে,
আনন্দের আবার খায়েশ করে।
মিথ্যা তো নয় ব্যথার বাহানা,
দেখা যায় না তবে,কে আর বিশ্বাস করে !


১৪.০৬.২০২৩