কথন -
============
মোঃ রহমত আলী
============
বেদনার গান শুনে বিরক্ত সুজন,
প্রেমের গানে সকলেই প্রিয়জন,
সুখের কথায় হঠাৎ আয়োজন,
দুঃখের সুরে বন্ধ কানের শ্রবণ,
সে কেমন হায় দয়ালু পরিচিত জন,
যে রোগা-কে বলে তুমি মরে যাবে এখন।
স্বার্থের প্রাচীর ভেঙে আসে বন্ধু,
লোভের তাড়নায় দূরে আত্মার রঙ,
ভীষণ ব্যথায় পাথর জমাট অশ্রু,
শুকতারা সুখেই আছে যতদিন জোয়ান।
আজান হয়ে গেছে প্রথম দিন,
এখন বাকি শুধু শেষ দিনের সালাত,
তখন তো সবার ছিল মিষ্টি মুখ,
আজ শেষ বিদায়ের পরে খাওয়ার ধুম।
কান পেতে ছিল বেদনায় প্রিয়ের চোখ,
হৃদয়ে পাথর চাপা আহ কি শোক !
বাঁধন হারিয়ে মনকে শক্ত করে বাঁধা,
রংধনুর সব রং ঢং ফুরিয়ে,আজ শুধু
সাদা রঙের কাফনে প্রথম ও শেষ দাফন।


এসব ঘুমের মাঝে স্বপ্ন ঘোরে
রুহের সাথে রুহের আর
দেহের সাথে মনের সত্য কথন


২৬.১১.২০২৩