কৌশল
============
মোঃ রহমত আলী
============
আদুরে বাদুড়ের গলায় বেঁধে দাও ঘন্টা,
লুটে খাও সব গাছের পাকা ফল-টা,
কাঠবিড়ালীর ভাগে যদি জুটে আঁটি -টা,
হুতুম-পেঁচার চাহনিতে যে করুন পিপাসা,
মলিন কন্ঠে কাঁদছে,কাকের ছানা-টা,
ময়ূর থামালো নাচ,দেখে তার পা -টা,
কৌশল জানে ভালো,শিকারি বাঘ-টা।
কালোমুখো বানরের উৎফুল্ল হাসি-টা,
জঙ্গলে বিদ্যমান শৃঙ্খলা আর কৌশল,
সভ্য দেশে-দেশে তারও অধিক চলছে,
উশৃঙ্খল নৃশংসতার কূটকৌশলী চলন।


খুলে দাও বিড়ালের গলায় বাঁধা ঘন্টা-টা,
দায়িত্ব পালন কোথায় করেছে সব-টা,
ইঁদুর তো ঠিকই চুরি করে নিচ্ছে লুটে,
কৃষকের ঘাম ঝরানো ক্ষেতের ফসল-টা।
চতুর ইঁদুরের চালে,শিকার খরগোশ-টা,
উদ্দাম উৎসব পালনে শিয়ালের দল-টা।
হাতি দেখায় দাঁত,লুকায়িত তার জিভ-টা,
বড় মাছে খেয়ে হজম,ছোট সব মাছ-টা,
দেখো চশমার আড়ালের কালো চোখ-টা,
মনে হয় কতই না কত উদার মানবিক,
তবে তা আসলেই ভয়ানক কু-কৌশলী ॥


১০.১১.২০২৩