মশাই -
============
মোঃ রহমত আলী
============
মশাই এমন কতক কসাই,
নামের নামি করেন খামখেয়ালি।
ধমক বড় গরম কথা নিজের দোষে,
পাশের লোকে বেকার শোনেন বকা।
জখম কজনে মশাই করেন হজম,
নিজের ব্যথায় সারা শহর মাতান,
পরের দুঃখের মাতমে মুচকি হাসি ছুপান।
মশাই শুধু নামে-নামের মশাই,
কাজে-কামে মশাই হন কসাই।
নিজের ব্যথাই তো মুখ্য সবার,
অপরের ব্যথা দেখা যায় না তো আর।
ধ্যান ভাঙ্গিলে বুঝা যায় পরে,
অর্জন কতটুকু আর সম্পূর্ণ সবার।


মশাই তো আছেন কজন জনাব,
নিঃস্বার্থ করেন সবারই উপকার,
বিনিময়ে আবার পান উল্টো অপকার।
যে জন মশাই করেন সওদা,
তার গুনো মান রয় কি আর সদা !
মশাই এমন অনেক জনেই আছেন,
মহাশয় যে নাহি তাদের কাছে ধৈর্যের,
সময় অসময়ের হিসাব আগে দেখেন,
নিজের স্বার্থেই তবে হাত আগায়ে দেন।
মশাই যদি হয় রে সবাই কসাই,
কার কাছে কে বা উম্মিদ করবে ভাই,
দুঃসময়ে মদদ পাবে কেউ কি মানবতার।


১৮.০৫.২০২৩