শিকল -
=======
মোঃ রহমত আলী
============
কে ভাঙ্গিবে এ শিকল
নিরপরাধ বন্দি যখন।
অসহায় আছে এ ধারে
বহু জীবন,পালাবার নাহি
কোন দিক,তাই তো কবি বলে
বন্দী জীবন বহু মাজবুর।


এই কারাগারে বন্দী কিছু
নিরপরাধের দীর্ঘশ্বাস।
শুধুই অপরাধীরাই করছে,
সবে মিলে এধারে উল্লাস।
বিড়ি'র-পরে-বিড়ি ধরছে,
ধোঁয়ায় ধোঁয়ায় হাজত ছেয়েছে।
তাসের ঘর এখানে বসেছে,
কয়েদিরা ও আরামে সময় কাটাচ্ছে।


পায়ে বেড়ি-র  শিকল পরা,
কয়েদ আছে এ ধারে যারা।
প্রতীক্ষা করছে সারা বেলা,
এই বুঝি কেউ দেখতে এলো।
হাজতে যারা হাজতি আছে,
অপেক্ষা করছে তারা এতে
এই বুঝি জামিন এলো।
কবরখানার মতো-ই  এখানে
বন্দী জীবন শিকলে লিপটালো
সবার-ই  সুখের স্বপন ।


১৩.০৫.২০০৫