সজাগ -
============
মোঃ রহমত আলী
============
জাগি পুরাতন পূর্ণিমার নতুন রাতে
সুখের খোঁজে দুঃখের আঙ্গিনাতে।
কথার শেষে ভাষার অপেক্ষাতে,
কোলাহলের মধ্যে আক্ষেপের
ছোট্ট এক, শব্দ স্বর শুনিতে।
মরা মনের বাগান হতে,
একটি তরতাজা ফুল তুলিতে।
মৌমাছি পাঁচ করে ভনভন পথ হারিয়ে,
পারি যদি তাদের ঘরের পথ চেনাতে।
আকাশ কুসুম স্বপ্ন দেখি-দেখে,
ভাঙ্গিলো ঘুম কামারপাড়া'র শব্দতে।


সবাই ধরিতে চান্দ,পাইতে ব্যাকুল সূর্য,
আমি চাই এক মুঠ তুলে ধুলো,
কণাগুলো সমুদয় গুনিতে।
না পারার কি আছে এতে
পারি তো সবে কোশিশ করিতে।
আমি আছি আর অল্প সময় ধরণীতে,
কিছুখন পরেই মিলেমিশে যাব মাটিতে।
যদি এক গুচ্ছ সুখ কিনে,
বিলিয়ে দিতে পারি সবার মাঝে,
দুখির সাথে সমান ভাগেতে।
এক কাঁধে আসমান,এক কাঁধে জমিন,
কর্ম গুলো আমার সব মুজরিম,
কি মুখে জাগিবো শেষ ঘুম বিচারেতে।


২৩.০৩.২০২৩