উধাও
============
মোঃ রহমত আলী
============
উধাও মুহাব্বাত যা ছিল পুরনো দিনের,
প্রতিবেশীর সন্তানকে ভালোবেসে,
বিপথগামী দেখলেই শাসন করার।
কমতে কমতে প্রায় মানবতা উধাও !
হাসছে ডাক্তার রোগীর কাতরানো দেখে।
সততা উধাও,ইনসাফ উধাও,আরও
উধাও মানজান,সত্যের সন্ধান কেউ দাও,
আছে যতটুকু শুধুমাত্র দেখা-বার।
আগামীর আগমন তবে কি বেদনাদায়ক,
হয়ে যাবে বুঝি উধাও সৎ সরল মানব।
নিয়ম বানাও,কানুন বানাও,পালন উধাও,
বিনে পয়সায় কেউ কিছু বেচে দেখাও।


উধাও হয়েছে অনেক কিছুই প্রকৃতিতে,
নদীর কূলে ভিটে বুড়ির উধাও ভাঙ্গনে।
পথের ধারের ছায়া বৃক্ষ গুলো সব,
উধাও আজ যে তাই কার প্রয়োজনে।
নীতি-কথা লেখা,পড়ে ও অন্ধ যারা,
খেয়েছে ঘাস গরু-ছাগল,আম চোরা
পাগল,সেই সব বিচারে মোড়ল সফল।
উধাও এখন ন্যায়-অন্যায়ের সীমারেখা,
সঠিক মাপে দাঁড়িপাল্লা,গাছে পাকা ফল,
উধাও বহুত নদী,পুকুর,খাল,ঘাট পথ।
চিল-শকুন,পাখি,আর বিলের মিঠা মাছ,
উধাও সু-শিক্ষার-মান,চাকরির অভাব,
উধাও মানুষের অন্তরের মানবিক সুভাষ।


উধাও সস্তায় বস্তা ভরা বাজার।
উধাও ভেজাল মুক্ত-নির্ভেজাল খাবার।
উধাও ঘুষ ছাড়া কোন কাজের উপায়।
উধাও যুগের স্রোতে মানবতার বন্ধন।
উধাও মিল্লাত ভাই-ভাইয়ে বোনের।
উধাও সালিশ-দরবারে হক-ইনসাফ।
উধাও ঈদগাহে কোলাকুলির মনোভাব।
উধাও গরুর-গাড়ি,গাড়িয়াল,লাঠিয়াল।
উধাও নববধূ-র পালকিতে যাত্রা চলমান।
উধাও ওস্তাদের মর্যাদার পরিপূর্ণ সম্মান।
উধাও কৃষকের লাঙ্গল চাষ,মহিষের হাল।
উধাও মাটির ঘরে,খাঁটি মানুষের বসবাস।


উধাও আজ বহু কিছু ছিল যা উদারতায়,
হারিয়ে গেছে সমাজ হতে সামাজিকতার।
ভেদাভেদ এখন মনে-মনে অধিক বহমান,
চারি ধারে জালিমের জয় গানের-গান,
মজলুমের প্রতি করেনা তো কেউ খেয়াল,
উধাও ফকিরের দোয়া,ধনীর ঘুম হারাম।
তুফানি হাওয়ায় আকাশের মেঘা উধাও,
তেমন উধাও মানুষের চোখের লজ্জা।
উধাও যেমন উপকারের নিঃস্বার্থ প্রচেষ্টা,
উধাও এখন ডাকঘর এ চিঠির অপেক্ষা।
উধাও ঢেঁকি ভাঙ্গা চাল,ঘানি ভাঙ্গা তেল,
উধাও চলতি পথে মুসাফিরখানা ব্যবস্থা,
তো একদিন আমিও জাহান হতে উধাও॥


১৮.০৬.২০২৩