ঘুমঘোর তে তোমার বাড়ি
ঘুমের সাথে আমার আড়ি,
সায়র কূলে অতি বারি
নবীন কাল দিচ্ছি পাড়ি।
তেপান্তরে গড়ব বাড়ি
মোটরগাড়ি দেখতে নীড়ে,
গৃহস্থঘর নেইকো স্বাধীন
বিদ্যাধনে ফিরবে সুদিন।।
অন্তর্দ্বন্দ্ব জীবন জীর্ণ
নিদ্রামগ্নে জ্ঞান শূন্য।
মাতৃহীন আছে যারা
উদার হৃদয়ে অভাগা তারা!
অগোচরে চললে মন
পার্থিবে তে ঘুচবে ধন।
ঘুমঘোর তে তোমার বাড়ি
ঘুমের সাথে আমার আড়ি।
জ্ঞানকৃত রপ্ত কর
লোকোত্তরে মহৎ গড়।।