এই আকাশ ছোঁয়া পৃথিবীতে
থাকব না আর বেশিদিন
আমি কি দেখতে পারব
স্বপ্নবিহীন রঙ্গিন দিন?
হয়তো একদিন সময়ের ছলে,
ভুলে যায় চির অথিতের কথা
আমি কি ভুলিতে পারব-
কত আদরের মমতার কথক?
হয়তো, পৃথিবীর নীড়ে-
ক্ষমতার অহংকারে;
শোষণ করিবে কতকাল ধরিয়া?
একদিন আকুলতায় ডরা লইয়া
নিগম স্বর্গবিহীন রৌরবে।।
মরদ দেহখানি মিশে যায় মৃত্তিকায়
অবিনশ্বর কীর্তিগুলো ঘুরে বেড়ায় ধরিএীই।
মহত্তম কথাগুলো মানুষে
স্মরণে করিবে আমরণ।
প্রথিতের স্মৃতিচিহ্ন পাছে মহীয়ান
অনাগত কালে মাহাত্ম্য চির অমর।
মহত্তম কথাগুলো মানুষে
স্মরণে করিবে আমরণ।।