অচেনা জাহানে এসেছি গো
আঁখি মেলে দেখো শেষ শয্যায়;
ভুবন ঘুরে ফিরো মোর কামরায়।
ক্ষণিকের নহে
ইহ জীবনের হও মোর প্রেয়সী,,
নতুন রূপে দেখিতে ইচ্ছা সারাজনম বর।
তুমি হয়ো না বিরাগী,
আমি আজও তোমারি সন্ধানী।।
বিশ্বলোকের শেষ্ঠ বানী
প্রেমান্ধ আত্মা স্বর্গরানী।
প্রেম আমায় করেছে প্রাশন,
আজও প্রতিক্ষায় প্রেয়সীর শাসন।
পাখিরা উষার জাগা খাবার প্রিয়,
তোমার সন্ধানে-
আমি আজও গৌধুলী প্রেমী।।