নারী  রং তামাশার বস্র,পরিধানে মাতাল পুরুষ ব্যাস্ত।
পুরুষের বেশ মর্ডান মর্ডান ভাব পশ্চিমাবিশ্বের ওলামেলা।
বোতলে পনি ঢেলে,পুরুষের বুকে স্পর্শকাতর।
যুগের বাহানায় এসব কিছু না মধ্যেরাতের বিছানা।


সেকালে আইনি অনুমতি একালে যুগের অনুমতি
আরালে অন্ধকারে রোমের ভিতর লাল নীল বাতির
ওলামেলা।
কালক্রমে লাল নীল আলোক সজ্জায় ভিডিওগ্রাফি
বিশ্ববাসি।
নাই খদ্দের পাওয়ার আশা,নগ্নতা দেখিয়ে ভাইরালের নেশা


উন্মাদ নারী নাই কোন বিবেক নিজস্ব জ্ঞান বুদ্ধি
মাতাল পুরুষের পরোচনায় হারাবি একাল সেকাল।
এ যাত্রায় ভেবে নিয়েছিস লাল নীলে সুখ শান্তি
গুরে ফিরে বটের তল যেতে হবে মাটির তল।


স্থান: রুপকথা সিনেমা হলের ছাঁদ (শেরপুর)
সময়: ০৭:০০  pm
তারিখ:  ০৯.০৩.২০২৩
কলমে: রাকিবুল ইসলাম
প্রচারে: Kupi Bati Poem