শৈশব পেরিয়ে কৈশোরে
সাহসের দৈত্য বুকের ভিতরে
মনের রাজা রঙ্গিন চশমা
ভুল হোক কিংবা সঠিক
এটাই সদা সত্য,রঙ্গিন মনের আদালতে


গুরু জনের অভিজ্ঞতাই নেই কোন ভুল
রঙ্গিন চশমায় ধরা পড়ে হাজারো ভুল
বুকের ভিতর সাহসের দৈত্য
দিয়ে যায় কিশোরের লাফ।


হাজারো স্বপ্ন, হাজারো ইচ্ছা
মাতা-পিতার বাস্তব ঠিকানায়
ভুল কিংবা সঠিক,ইহাই সত্য
রঙ্গিন চশমার পাওয়ারে