দোকানের চাংগে,তক্তপেসে বসা মানুষের সাড়ি,
চোখের দৃষ্টি রঙিন টিভির যমকালো সিনেমা।
টিভিতে তাক করানো দৃষ্টি,
ইমোশন সিনে চোখে পানি পানি ভাব,দে একটা বিড়ি।
কমেডি সিনে অট্টহাসির মেলা,দে এক কাপ চা।


ভিন্ন চরিত্রের কাস্টমার, ভিন্ন ভিন্ন পন্ডিতের সমাহার।
সারাদিনের ক্ষুদ্র ক্ষুদ্র সংবাদ,সন্ধ্যায় সবার কাছে উযার।
বিচারপতি গ্রাম্য বিচারে সেরা শালারে পুইতা ফেলানো দরকার।
অবসরে অবেলায় অমিল মানুষ নিরবে ঝিমুনি যমকানো টং চা সিনেমা হল।


বিয়ে,সমস্যা সমাধানে সকল ক্ষেত্রে যোগাযোগের কেন্দ্র টং চা সিনেমা হল।
আলোচনায় সমালোচনায় ওর ভালা তার খারাপ
অর্ধ জ্ঞানে হিসাবের ক্যালকেলেটর।
আহ্ ভাই,বসো চাচা, চা দাও দুস্তরে-বলি ফুটল টাউট কন্ঠে।
দায়িত্ব কর্তব্যে মধ্য রাতে বাড়ি ফেরার ফাঁকা ঝাঁক।



স্থান: বউতা কাকার দোকান নিজ গ্রাম (শেরপুর)
সময়: ১২:২০  am
তারিখ:  ০৭.০৫.২০২৩
কলমে: রাকিবুল ইসলাম
প্রচারে: Kupi Bati Poem