কাটছে ফসলি জমির মাটি
গড়ছে ইটের ভাটা।
দালান কোঠা করছো তুমি
প্রকৃতিকে করছ বিপন্ন।
কী লাভ তোমার বাড়ি করে?
কী লাভ তোমার শহর বানানোর ?
যদি না পাই অক্সিজেন!
ইটের ভাটায় দিচ্ছ তুমি নিজের গাছ পালা।
প্রকৃতির ও করছ ক্ষতি,
তুমি তো আপদ শালা।
যদি বন কেটে করি ছাদ বাগান,
তা হলে তো হয় প্রকৃতির অপমান।
নিরীহ বনের পশু পাখি যাবে কই ,
সে হুঁশ তো আমাদের নাই?


দিনে দিনে গলছে বরফ ওই,
বাড়ছে তাপমাত্রা!
এতো খরা এতো দুর্যোগ,
কবে হব আমরা সজাগ।
বাড়ছে নদী দূষণ,
বাড়ছে শব্দ দূষণ,
বাড়ছে প্লাস্টিক বর্জ্য দূষণ,
কবে কমবে বায়ু দূষণ,
কবে ঘটবে এসবের অবসান?


কবে হব আমরা সজাগ,
বছর বছর হয়‌ নানান দুর্যোগ।
বন্যা খরা ভুমি ধ্বস অতিবৃষ্টি অনাবৃষ্টি
ভূমিকম্প, টর্নেডো, সাইক্লোন!
আমাদের অবহেলা কাজে।
বিপন্ন প্রকৃতি আজ ?
বাঁচাতে চাই প্রকৃতিকে,
বাঁচাতে চাই পৃথিবীকে।
বাঁচতে চাই মুক্ত হাওয়া,
বাঁচতে চাই সুন্দর প্রকৃতির ছায়ায়।


  মোঃ রাকিবুল হাসান
  19-02-2022