প্রতিভা বিকাশের চেষ্টা করছি মাত্র
সবার কাছে হয়েগেছি হাঁসির পাত্র।
বোঝেনা কেউ কবিতার মর্ম ?
উপদেশ দিতে আসে সকলে,
যাদের পছন্দ হয় না আমার কাজ কর্ম ,
আমি বলি ভাই,
প্রতিভা বিকাশের চেষ্টা করছি মাত্র।
আমি তো নই হাসির পাত্র?


অনেকেই বলে আমায়,
এসব করে হবে কী?
তখন আমি বলি,
বাংলা ভাষার মর্ম বোঝ কী?
যদি আমি বা আমরা
না করি সাহিত্যের চর্চা,
তো কে করবে এই চর্চা ?


জানি আমি মূর্খ মানুষ,
আমার অক্ষর জ্ঞান অল্প মাত্র।
ভাষার প্রয়োগ জানি না,
কাউকে আদেশ বা উপদেশ দিতে পারি না।


আমি চাই না কারো সাথে লাগুক দন্দ
আমার কবিতায় নেই কোনো ছন্দ।
তবুও শেষে বলছি কিছু,
বাংলা বলা ও লেখা লিখছি কিছু।


আমি নই কো কোনো কবি,
আঁকব যে সব কিছুর ছবি।
তবুও প্রতিভা বিকাশের চেষ্টা করছি মাত্র,
জানি না শেষে হবো কেমন পাত্র?


মোঃ রাকিবুল হাসান
       02-02-2022