একলা পথিক


একা পথ চলতে শিখেছি আমি
সঙ্গী বিহীন এই আমি
পথ চলি একা একা।
পথের মাঝে কারো সাথেই
হয় না আর দেখা।
পথ টাও চেনে আর,
আমাকে জিজ্ঞেস করে বারবার,
কে তুমি, হে পথিক?
আমি বলি মানে মানে
চিনিলনা পথটা আমারে
সেই কথায় ভাবি বারে বারে?
বদলে যাওয়া সময়ে,
বদলে গেছে পথটাও,
গ্রাম বাংলার মেঠো পথ থেকে
হয়েছে পিছ ঢালা পথ।
সব কিছু বদলে গেলে ও
আমি বদলায় নি এখন ও
আমি  পথিক, পথিকেই রইলাম।
আরও অজানা দূর,আরও দূর
পথে প্রান্তরে হেঁটে চলছি
হেঁটে চলব অনন্ত কাল।


মোঃ রাকিবুল হাসান
21-05-22
Mdrakibulhasanh2y