জ্বর হয়েছে বেশ ক'দিন থেকে,
অসুস্থ হয়ে পড়েছি সেই থেকে।
আপনজনের শান্তি কামনায় পাশে
সকলেই কাছে আসে।
বিরক্ত আর দুশ্চিন্তায়, ঘুম হয় না সকলের?
আমি কবে সুস্থ হব,
কবে ভালো হবে?


কবে সকলের সঙ্গে দেখা হবে
কবে সকলের সঙ্গে কথা বলব
সেই কবে বাজার গেছি
সবকিছুই ভুলে গেছি।
শক্তি পাইনা মনে
অসুস্থের কথা কে বা শোনে।

হাতের কাছে পাই না ডাক্তার
সময় মতো আসে না যানবহন
টাকা থাকে না ফোনে।

অসুস্থ হলে সারাক্ষণ যপি আল্লাহর নাম
আমাকে ভালো করে দাও
আমাকে সুস্থ করে দাও?

মা, কতনা আকুতি মিনতি করে
কত যত্ন করে সকলেই।
আমার যত্নে মায়ের  ও ঘুম নেই
মা কতনা আকুতি মিনতি করে।
বলে হে আল্লাহ,
আমার সন্তানকে ভালো করে দাও।
আমার সাত রাজার ধন হিরে মানিক কে সুস্থ করে দাও।

ঘুম নেই বাবার ও
আমায় নিয়ে ব্যস্ত থাকে তিনি ও
এ ডাক্টর থেকেও ডাক্তারের কাছে নিয়ে যায়।
আর মনে মনে বলে,
কবে ভালো হবে আমার খোকা?
চিন্তা করিস না ভালো হবি রে খোকা ?

আমি কবে সুস্থ হব
কবে ভালো হবে ?
আল্লাহ আমাকে ভালো করে দাও,
আল্লাহ আমাকে সুস্থ করে দাও,
তোমার দরবারে করি এই মোনাজাত।

    মোঃ রাকিবুল হাসান
              ০৪-০৭-২০২১