চারিদিকে গাছে-গাছে কতো ফুল ফুটেছে আজ?
মনে করে দিচ্ছে প্রকৃতিতে ঋতু রাজ বসন্ত আজ।
ফুটেছে কতো শিমুল, পলাশ ফুল
চারিদিকে গাছে-গাছে ফুটেছে অনেক ফুল।
প্রকৃতিতে বইছে মৃদু হাওয়া
ধরায় লেগেছে বসন্তের ছোঁয়া।
কনকনে শীতের শেষে
বসন্ত এসেছে আজ আপন হাসি হেসে।


পলাশ ফুলের রক্তের রঙ
মনে করিয়ে দেয় ভাষা শহীদদের।
বসন্ত আসে বাঙালীদের মাঝে
ভাষার প্রতি মমত্ববোধ জাগাতে।


বাহারী রঙের ফুল ফুটে
লাল, সাদা ,কালো গোলাপ ফুল ফুটে ,
লাল হলুদ গাঁদা ফুল ফুটে।
পলাশ শিমুল সহ কতো দেশি-বিদেশি ফুল ফুটে?


কতো সুন্দর চারিদিকের অপরূপ দৃশ্য,
মৌমাছিদের এ ফুল থেকে ও ফুলে উড়ে বেড়ায় দৃশ্য,
শীতের কষ্ট শেষে বসন্ত আসে আপন হাসি হেসে।


প্রকৃতির মাঝে সৌন্দর্য নিয়ে আসে বসন্ত
প্রকৃতির সৌন্দর্য দেখি দিনের শেষপ্রান্তে।
গাছে গাছে কোকিল ডাকে
আরো ডাকে শ্যামা ,শালিক দোয়েল পাখি।          ডাকে সব গাছের ডালের ফাকে।

মৌমাছিরা ফুলে ফুলে উড়ে বেড়ায় ঝাঁকে ঝাঁকে।
কতো সুন্দর রূপ এই বসন্তের?
প্রকৃতির মাঝে বারে বারে আসুক ফিরে বসন্ত?
প্রকৃতি আরো সেজে উঠুক নতুন সৌন্দর্যে !


        মোঃ রাকিবুল হাসান
              14-02-2022