অজানা এক নগর রাজ্যের খোঁজে,
আমরা স্বপ্নচারিনী হয়েছিলাম।
অপার সুখের হাসি হেসেছিলাম,
ভেসেছিলাম ডানা বিহীন পাখির বেশে দূর নিলীমায়।


খুনশুটিতে মেতেছিলাম মন গহীনের অন্ধ কুটিরে,
খুঁজেছিলাম এক অজেয় সুখপুরী।
ক্লান্তির ছাপ মুছে এ হৃদয় হয়েছিল সজীব,
তোমার মনে গড়েছিল এক বিচলিত নিলয়।


এই ভাবনার খেলা ঘরেই ভালোবেসেছিলাম,
একে অপরকে, সুপ্ত মায়ার বেড়াজালে।
আকাশের বুকে তেজস্বী রশ্মীর মতো,
তুমি উঁকি মেরেছিলে কোমল এই ফুসফুসে।


সীমাবদ্ধ করেছিলে ঠোঁটের কোণের মৃদু হাসিতে।
অনাকাঙ্ক্ষিত আগন্তুক প্রেমিকার বেশে।
আটকে নিলে যত্নেরর বেণুবনে,
খুব প্রযত্নে মন গহীনে টেনে।


তুমি হয়ে গেলে সেই দূর নীলিমা,
যা কভূ পুরান হয় না।
সেই ভোরের লালিমা থেকে,
সন্ধ্যার রক্তিমা হয়েছিলে,
এই  বন্ধ কুটিরের বন্দিনি হয়ে।