আকাশ
মোঃ রায়হান কাজী
-------------------
আমার আবেগ অনুভূতি দিয়ে যখন তোমাকে ছোঁয়,
ভাবতে গিয়ে সমস্ত উপলব্ধি তোমার আত্মাকে স্পর্শ করে
সূর্য নিমজ্জিত হয়ে আলো যখন বিলিন হয়ে যায়
ঠিক তখন চাঁদের আবির্ভাব হয় স্বতঃস্ফূর্তভাবে
এসবের সাথে একটি অত্যন্ত সহজ শব্দ থাকে "আকাশ"।


আমি সুদূর আকাশের গ্রহগুলোর দিকে তাকিয়ে
অরবিটালের সাথে তুলনা করতে গিয়ে ভাবতে থাকি,
ক্ষুদ্র নিউক্লিয়াসের মাঝে কিইবা লুকানো আছে।
তারপর আবার চিন্তার সাগরে মগ্ন হয়ে পড়লাম,
বারবার শতবার "আকাশ" শব্দটি উচ্চারণ করতে থাকলাম
অনুভব করতে লাগলাম মনের গভীর থেকে
সকল দুঃখ কষ্টগুলো কোথায় যেন বিলিন হয়ে গেছে।
মনে হচ্ছিল নিজের সাথে লড়াইয়ে সন্ধিক্ষণের
স্মৃতিবিজড়িত ইলেকট্রনগুলোর মাঝে নিরদ্বিধায়
পাঁজরের নিচে গেঁথে ছিলো এই যন্ত্রণাক্ত "আকাশ"  শব্দটি।


তুমি যেখানে থাক জানি সেখানেও "আকাশ" আছে,
আবার দেখ আমিও কিন্তু সেই "আকাশের" নিচেই  দাঁড়িয়ে আছি।
পার্থক্য শুধু স্থান কাল আর বিবর্তনের মাঝে পরিবেষ্টিত,
তোমার আমার মাঝে এরকম হাজারো "আকাশ" আছে।
তবুও সাফল্য আর ব্যর্থতার হিসাব মিলাতে গিয়ে,
কেবল সুদূর নীল "আকাশের" দিকে তাকিয়ে থাকি।