ব্যাকুল এই প্রান্তে
মোঃ রায়হান কাজী
--------------------
ব্যাকুল এই প্রান্তের মাঝে,
স্মৃতি চিহ্ন উঠছে ভেসে।
অস্তমিত সূর্য উদয়ন কালে,
প্রেম-ভালোবাসা উদাসীন দ্বারে।
মন্দমধুর শোভাযাত্রা কালে
আনন্দ উল্লাসে মন ভরে,
জাগ্রত দ্বার আজি হেরী দিবালোকে।


তোমার অন্তরালে প্রেমনিবেদন করি,
ঘুম ভাঙা চিত্রে স্বপ্নে বিভোর হয়ে।
তীব্র আকাঙ্ক্ষা পোষণ করি সযত্নে,
আঘাত লাগে বুক পিঞ্জরের মাঝে।
তোমাতেই বিভোর হয়ে দুজনা,
আজ জাগ্রত হতে চাই একি পথে।
মঞ্চ যখন সাঁজে সংগীত সুরের সাথে,
প্রচন্ড মনোহর ছন্দ দিয়ে বরণ করি।