বেশি কথা বললে হয় না জ্ঞানী
মোঃ রায়হান কাজী
-------------------------
বেশি কথা বললে হয় না জ্ঞানী,
বাচাল বলে আমরা সবাই তাদের মানি।
কিছু কিছু লোক আছে গায়ে পড়ে,
আবোল তাবোল কথা বলে পন্ডিত সাজে।


অবাঞ্ছিত আচরণে একগুঁয়ে ভাব আসে,
বিরক্তিকর কথাবার্তায় মন যায় বিগড়ে।
নিজেকে হয়তো সেভাবে সর্ব মহাজ্ঞানী,
বিশালা এই পৃথিবীর কতটুকুই বা আমরা জানি।


আছে কত লাইব্রেরি, আছে কত পুস্তক,
আরো আছে জ্ঞানীজন মানুষের মস্তক।
কতটুকু পড়েছি আর কতটুকু শুনেছি,
সেই নিয়ে সন্দিহান কিভাবে জ্ঞানী মানি?


এসব নিয়ে ভাবতে গেলে অনেক কথা আসে,
সত্যিকারের জ্ঞানী ব্যক্তিত্ব নিয়ে সংশয় বাড়ে।
জ্ঞানী হতে চাইলে পাঠে মনোনিবেশ করো,
নিজ অন্তরের বিকশিত আলোর প্রদীপ জ্বালো।


জীবনতরী গড়িয়ে নদী স্রোতপ্রবাহের তরে,
জ্ঞানী ভাব যায় না তার নিজস্ব মতবাদকে ঘিরে।
বেশি কথা বললে হয় না জ্ঞানী,
বাচাল বলে আমরা সবাই তাদের মানি।