বর্ষামুখর দিনে
মেঃ রায়হান কাজী
-------------------
বর্ষামুখর দিনে নির্জন চারিধার,
নিভৃত নিকেতনে মুখোমুখি জণপ্রাণ।
আকাশের মেঘেদের আনাগোনা তমসায়,
তপনহীন ঘন জল ঝরে অনিবার।


মেঘস্বরে আকাশে বিজলি চমকায়,
গুমগুম শব্দের ফুলঝুরি ছুটিয়ে ভয় জাগায়।
কাজল কালো চারদিক থমথমে ধারায়,
হৃদয় দিয়ে অনুভব করি বসুন্ধরায়।


ভাই-বন্ধু আত্নীয় সজন মিছে সব,
মিছে এই জীবন সংসার কলরব।
নয়ন দিয়ে নয়ন ছুঁই সুধানো ভার,
হৃদয় দিয়ে হৃদয় স্পর্শ করি অনিবার ।


যে কথা শুনতে গিয়ে ক্লান্ত অভিসার,
জগতের মাঝে আছে কী কেউ আর?
বার্তার বৃষ্টিতে হৃদিবো অনুভূতি সর্বদ্বার,
আঁধার কালো ছায়ায় মিশেছে সব অনুভব।


বলতে গেলে যে কথা শুনিবে না নিজ কান,
বিপুল ধরনীতে আকষ্মিক উদ্ভব হয়েছে প্রাণ।
বাদলে বৃষ্টি ফোঁটার সাথে যে কথা শুনি,
সে কথা বেলাশেষে নীড়ে ফিরিবে কী আর?


বর্ষার অঝোর ধারায় ক্ষতি কার অবসান,
স্রোতস্বিনী বয়ে যায় মনোভার দেহপ্রাণ।
রাস্তাঘাট কাঁদা মাখা পিছলিয়ে নির্ভিকার,
কত-না দুখশোক ব্যাকুল জগতে জীবন ভাঁড়।


অনাদিকালের দুর্বিষহ মাতালের প্রলাপ মেখে,
মুহূর্তরা ধরা পড়ে রামধনুর উজ্জ্বল দৃষ্টান্তে।
যে কথা আছে অব্যক্ত মনের কোণে লুকানো,
তা আজ ব্যক্ত করি বর্ষামুখর দিনে নির্জনে।