চায়ের ধোঁয়া
মোঃ রায়হান কাজী
-----------------------------
চা নিয়ে যদি ঘাঁটি ইতিহাসের পাতা,
কোনো প্রশ্ন ছাড়া ওঠবে সিলেটের কথা।
মনে আছে যত কল্প কথার আবির্ভাব,
চায়ের ধোঁয়ার সাথে জমে ওঠে বাষ্পবার্তা।


চায়ের বাগানের কোনে ছোট্ট দোকানখানা,
ঐতিহাসিক বাস্তবতা আছে নিরিখে লেখা।
প্রেমিক যুগল থেকে সব লোকজনা বাঁধে আড্ডা,
কবিনেতা থেকে অভিনেতা প্রত্যেকের মুখে চায়ের কথা।


শ্রমিকের নাকের ঘাম মধ্যবিত্তের হাসির দাম,
সব যেন একি শিকলে বাঁধা চায়ের কাপ।
হয়তো চা খেতে খেতে কয়জনা দিয়েছে ডাক,
পথিক তুমি এঁকে যাও কিছু ইতিবৃত্ত রেখা।


আমার পুঞ্জীভূত ক্ষোভ মিশিয়ে চায়ের কাপে,
ওদের ওষ্ঠীভূত লোভ প্রকাশ্যে জেগে ওঠে।
হয়তো শিল্পির আঁকা দৃশ্য জলছবিতে তুলির আঁচড়ে,
সবি যেন মিশ্রিত হয়ে গলে গেছে চায়ের সাথে।


রাস্তার মোড়ে কেটলির নলে ধোঁয়ার সাথে,
কতো ঐতিহাসিক কথা জেগে ওঠে অতৃপ্ত হৃদয়ে।
হাজার বছরের আয়োজন তবে কী শেষ হবে না?
দ্ব্যর্থক হাসি হেসেই প্রকৃতিতে চায়ের নির্জাসের কথা।


কত কবি সাহিত্যেক ধূমায়িত চায়ের কাপে চুমুক দিয়ে,
লিখে গেছেন কালজয়ী গল্প,উপন্যাস আর কত লেখা?
স্বপ্ন বুননকৌশল শেখার তীব্র আকাঙ্ক্ষা চায়ে সাথে,
সকলি যেন জেগে ওঠে এক কাপ চায়ের ধোঁয়ার সাথে।