এসো হে নবীন
জুনায়েদ খান প্রান্ত
------------------------
সব জড়তা দূরে ঠেলে
নতুনত্বকে করবো বরণ।
সৃষ্টি সুখের উল্লাসে
হৃদয়ে ছন্দের দোলা লাগে।


পুষ্প সহিত বাজিয়ে সুর,
নবীন প্রবীণ সকলকে একসাথে।
এসো হে নবীন কুয়াশার চাদরে,
আনন্দ আহ্লাদীত প্রাণে।


এগিয়ে চলো ভোরের নিস্তব্ধতা সাথে,
রবির কিরণে লহরী উল্লাসিত দিগন্তে।  
নির্মল পায়ে অগ্রসর হও
শত বাধা-বিপত্তি পিছনে ফেলে।


এসো হে নবীন ভালোবাসার সাঁজে,
সাত রঙা রামধনুর উজ্জ্বল দৃষ্টান্তে।
পুরানোর সাথে তোমার বন্ধন সেতু,
আসবে নবীন বসন্ত আর ধূমকেতু।


ক্লান্ত দেহে বাহুতে অফুরন্ত শক্তি,
জাগবে ধরনীর ছায়াতলে আসল সুপ্তি।
জলপাই পাতার শান্তির বানীর নিশানা,
বিশ্ব দরবারে উড়িয়ে গুছাবো তার দ্বন্দ্ব।


এসো হে নবীন সোনালি আলোর সাঁজে,
করবো তোমাদিকে বরণ শুভকামনা জানিয়ে।