কালো
মোঃ রায়হান কাজীর
____________


কালো মানে নয় অন্ধকার,
তার মাঝে-ও আছে কিছু ভালো৷
কালো বলেই জগৎ জুড়ে,
রবে না কেন আলো?
কালো মানেই মুক্তর ঝলকানি,
ঝরে কী আর হাসির ঝলক?
মুখেতে কী তার রাশি রাশি,
ভাসে কী আর মরিচীকার বালি?
গায়ের রং কী তোমার যদি প্রশ্ন করি?
তাতে কী আসে যায় শুনি?
রং নিয়ে কেন এতো বাহাদুরি?
ধরে নেও আমি কালি তাই বলে কী?
হরিণীর রক্তিম মুখখানা নাকি?
তবুও তোমায় পছন্দ করি কালি,
কলম দিয়ে লিখি যে কবিতাখানি।