লুকোচুরি খেলা
জুনায়েদ খান প্রান্ত
__________________
শত আশা ভালোবাসা তোমাকে ঘিরে,
তাইতো অভিমান জমে তোমার আড়ালে।
কখনো তো বুঝতে চাওনি অভিমানের মানে,
শুধু ভুল খুঁজেছো মানবের কথা শুনে৷


তবুও বৃথা রোষানলে পুড়ে হৃদয় ভূমির খোঁজে,
ছুঁটে যায় বহুদিন বহুপাক্ষিকতার পথ ধরে।
যত কাগজের মাঝে লিখি স্মৃতি খানি,
দুঃখগুলো রাখি মনের অন্তরালে সংগোপনে।


জানি হৃদয় আমার কঠিন হয়েছে পুড়ে,
চরণ রাখার যোগ্য সে নয় অন্ধকারে।
তোমার হাওয়া লাগলে আমার বুকে,
হিয়ার কাছে তবুও কী প্রাণ গলবে না?


হঠাৎ এসে এমন আড়াল হলে চলবে না,
লুকিয়ে গেলে পাবো কোথায় জানি না?
যতই করো লুকোচুরি কেউ জানবে না,
ঘুরাঘুরি মাঝে ধরাখেলে  চলবে না।


না হয় তোমায় বাঁচিয়েছি না বুঝেই,
তুমি হয়তো কখনো তা জানবে না?
এরি জন্য খুব সহজে কী ফুল ফুটবে না?
আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না।