নিজেকে হারিয়ে খুঁজেছি
মোঃ রায়হান কাজী
---------------------
জীবনে বহুবার শূণ্য হৃদয়ের আত্মনাদ শুনেছি,
ভালোবাসা মানে না বুঝে-ও তোমায় খুঁজেছি।
তবুও তোমাকে চাওয়া বেকুল মনের উদাসীনতা,
যন্ত্রণা যেন বাড়িয়ে দিয়েছে  কয়েকগুণ হারে।


যদিও মাঝে দিয়েছিলে দেখা অন্তঃ আড়ালে,
আমিওতো না বুঝে ছিলাম চুপটি করে দাঁড়িয়ে!
আক্ষেপগুলো বাড় ছিলো দিনান্ত রবির কিরণে,
সবি যেন ধ্বংস হয়েছে অগ্নি ফুলিঙ্গের শিখাতে।


কিন্তু এরকম হওয়ার তো কোনো কথা ছিলোনা,
তারপরেও বোকা মনে আবেগ সঞ্চারিত হয়েছিলো।
ভেবেছিলাম ভালোবাসা দিয়ে আগলে রাখবো তোমায়,
কেন জানি ব্যর্থতা আমার পিছু টানছিলো বারংবার?


কেউ একজন আমাকে  স্বার্থপর বলে উপহাস করেছিলো,
আজও আমি স্বার্থপরের সেই মানেটা বুঝে ওঠতে পারিনি।
পারিনি চোখের কোণে অকারণে অশ্রু জমার স্মৃতি লোকাতে,
তবুও মুখে মৃদু রেখা এঁকে চলছিলাম জনসম্মুখে।


কবে হবে সেই প্রিয় তুমি টার সাথে দেখা একান্ত বিলাসে,
হাজারো রঙের স্বপ্ন এঁকেছি তাইতো পিঞ্জরের গহীনে।
অপেক্ষা প্রতীয়মান বিস্তৃত দিগন্তের গোধূলির আলোতে,
না বুঝেই নিজেকে হারিয়ে খুঁজেছি নীলের ছায়াতলে।