নীল আকাশ
মোঃ রায়হান কাজী
---------------------
মন আকাশে মেঘ জমেছে,
রৌদ্রছায়া আলোর দেশে।
যাচ্ছে কেঁটে দিন অভিসারে,
বৃষ্টি জমছে চোখের কোণে।


নীল আকাশে পরীর ভেসে,
কে ভাসালো সাদা ভেলা।
ভ্রমর ভোলে মধু খেতে,
উড়ে বেড়ায় ফুলের দেশে।


কিসের নেশায় গেছি খেপে,
নদীর তীরে বিন্দাবন কাশবনে।
কিসের তরে নদীর চরে,
ওরা যাবে আজ ঘরের বাইরে।


আজ আকাশ-পাতাল ভেঙে,
বাহিরে বসে নেব রে সব লুট করে।
বাতাসে আজ ওঠেছে ধ্বনি,
কিশোরীর মুখে হাসির রেখা দেখে।