র্নিবোধ গতি
মোঃ রায়হান কাজী
--------------------
আর কতো দূর নিয়ে যাবে আমায় র্নিবোধ গতি?
যা-কিছু হারায় নিমিষে ফিরে পাবো না তা জানি।
উঠিতে বসিতে শয়নে নয়নে যা কিছু দেখি,
শুনেও শুনিনা বুঝানোর চেষ্টা করি প্রাণপণে।


সময়কে করি যতই তাড়া পাই নিতো সাড়া,
নিজেকে খুঁজে ফিরে সারাক্ষণ অস্থিরতা।
যতই পাই আর চাই দুনিয়ায় প্রচলিত নীতি মেনে,
চিতকার করি তবুও চেতনা জাগ্রত হয় না দ্বারে।


আড়ালে দাঁড়িয়ে কিছু লোক হাসে খিলখিলিয়ে,
এসব দেখে নিজেকেই প্রশ্ন করি জ্বলে যায় পিত্ত।
নিরবে নিভৃতে রুক্ষ রৌদ্রস্রোতে কর্তা যখন মূর্তি,
না মানে শাসন বারণ চেষ্টায় মিলে নাতো কারণ।


স্পষ্ট সুরে কথা বলে আর কতো সহিব নিত্যযন্ত্রণা,
যতই করি দুষি হৃদয় কেন জানি হয় নাতো খুশি।
জনৈক লোক মিলে একসাথে পরম বন্ধুভাবে,
প্রাণটা করিলাম কুন্ঠাগত বিহ্বলতার ছায়াতলে।


বহুদিন পর আপন ঘর ফিরিয়া এসেছি তীর্থ,
হারিয়ে তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত।
ডাকি নিশিদিন সকরুণ ক্ষীণ জ্ঞানহীন নাড়ী,
আর কতো দূর নিয়ে যাবে আমায় র্নিবোধ গতি?