নিস্তব্ধতার অন্তঃবৃত্ত
মোঃ রায়হান কাজী
-----------------
নিস্তব্ধতার অন্তঃবৃত্তের শীতল আবেশে
ক্ষুদ্র আয়ু চঞ্চল বায়ুর আলোক সজ্জায়
উত্তরের হাওয়ায় শীত নামায় কোলাহলে,
একক বৃত্তে নানা চিত্রে শব্দতরঙ্গ দিচ্ছে উস্কে।


জনজীবনে বিষাদের বাতাস বিড়ম্বনা বাড়াচ্ছে,
হট্টগোল অবসানের কালো ছায়া হাতছানি দিচ্ছে।
তবুও আমরা হাঁটছি পথে স্থির মস্তিষ্কে মুখে হাসি
বুকে বল মিথ্যা নাটকের ডামাডোল সাময়িকভাবে।


স্তব্ধ নগরী হচ্ছে নিঝুম চারদিক মনে হয় শূন্য,
কোলাহলের জানি আছে কিছু লেশ তা মন নাহি বুঝে।
এমনি করে অন্ধকারে রাজপথিক কেন রয়েছে বন্দী?
নাকি অসুবিধার সাথে তালমিলিয়ে সবাই করছে সন্ধি।


মানবতা আজ রয়েছে মুখে স্লোগানে আগুনের পারদ ছুটে,
রাত্রি দিবস কাল বিষফোঁড়ার মতো সবাই আতঙ্কিত হচ্ছে।
বিবেকের তাড়না প্রবাহমান জীবনে যদি না কিছু টুটে,
তরঙ্গ লহরী মুখের শব্দাবলী জনমনে শুধুই দীর্ঘায়িত হতে যাচ্ছে।