নবীন যৌবন
মোঃ রায়হান কাজী
----------------------------
নবীন যৌবনে স্বপ্ন ওঠে চমকিয়া ধরনীর মাঝে,
বাহিরে এসে দাঁড়ালো আকাশপ্রাণে চেয়ে।
বসুন্ধরার মাঝে হয়নি দেখা নিরিখিয়া,
শীর্ণ হয়ে ভেসে ওঠেছে গগনচুম্বী শুকতারা।
পূর্বদিগন্তে ডাকিতেছে নিশিভোর এক করে,
সূর্যমামা বিকশিত হবে আলো নিয়ে চারিধারে।
এখনো ভাঙেনি ঘুম আধারকে দূরে ঠেলে,
ঘুমঘোর আছে চোখের কোণে রাজপথ জুড়ে।
নয়ন মেলে জাগ্রত দ্বারে সূদুর-পানে চেয়ে,
আপন মনে ভাবিয়াছি সোনালী রোদ্দুরে।
অরুণ-রাঙা চরণ দুখানা ফেলে এই নিশিশেষ,
গন্তব্য যখন ধরার মাঝে নতুন কোনো দেশে।


সময়ের পরিক্রমার সাথে যান্ত্রিক বাসে উড়ে,
যাওয়া হয়নি ভিনদেশি সংস্কৃতির নগরীতে।
ধূসররঙের দূরের প্রান্তের দিকে তাকিয়ে,
পাখিদের নীড় উড়ে যায় মনহরণ করে।
মেঘেদের মতো করে গুচ্ছ বজ্রধ্বনিতে,
বুকের মাঝে সুখের মতো ব্যাথা জাগে।
ব্যাকুল পৃথিবীতে চাপিয়া বাহু জোড়া,
হৃদকম্পন মানেনা কোনো  বাঁধা রক্তিমা।
সবুজ লতাপাতার ফাঁকে আঁখির তারা দিয়ে,
চাহিয়া দেখি পুষ্প উল্লাসে নিভৃত নিকেতনে।
নবীন যৌবন যত্ন করে সঁপিলাম এই দ্বারে,
কল্যান দিয়ে মঙ্গলহোক নিমের ছায়াতলে।