প্রেমে প্রাণে গানে গন্ধে ছন্দে
মোঃ রায়হান কাজী
-------------------------
প্রেমে প্রাণে গানে গন্ধে ছন্দে একত্রে করিয়া,
অলস আঁখির আবরণ জোড়া গেল খুলিয়া।
চেতনার অমলিন কল্যাণে স্রোতস্বিনী বহিয়া,
জীবন প্রবাহিত হলো একান্ত সুধাময় ভরিয়া।


দিকে দিকে আজ ফুটিয়া ফুলের রন্ধ্রে,
মৃদু আলোতে জাগিল আমার হৃদযন্ত্র ।
প্লাবিত করিয়া নিখিল ধরনীর অন্তরালে,
তোমার ছোঁয়ার অমৃত পড়িতেছে ঝরিয়া।


নীরব বাতায়নে জাগ্রত দ্বার খুলিয়া,
উষার উদয়নকালে দুজনা একসাথে বসিয়া।
দেখবো নীলাভ ঘাস নীল আকাশ জুড়িয়া,
পাখিদের নীড় বর্তমান যাচ্ছে দূরে উড়িয়া।


মন্দ মধুর আলাপনে বসিয়া নির্জন দ্বারে,
তোমার স্পর্শ পেতে ইচ্ছুক মন একান্ত বিলাসে।
সাজাবো তরুলতা দিয়ে পুষ্পসজ্জা আবেশে,
হারাবো দুজনাই স্বপ্নলোকের অতুল গভীরে।