প্রকৃতিমার ছোঁয়াতে
মোঃ রায়হান কাজী
---------------------
আজি জাগ্রত দ্বারে প্রভাতের বেলা রবির কিরণে,
তোমার ছায়ার ছোঁয়াখানি হাসিমুখে মেখে
রাখবো না কিছু আর স্ফটিক সে-তো নির্বিকার।
দূর নীলাম্বরী বুক চিরে পাখিদের নীড় হয়ে,
সে আসে আবার চলে যায় ছবির মতো করে।


একদিন মেঘ হয়ে আমায় ছায়া দিবে শেষে,
বৃষ্টি হয়ে ঝরবে অবকাশ উন্মুক্ত  শ্রাবণ ধারাতে।
শুক্ল সন্ধ্যাবেলা গোধূলির আলোয় পরশ মেখে,
প্রেমের অমৃতস্নানে ভাসাবো ভেলা হাওয়ার তালে।
চন্দ্র সূর্য গ্রহ তারার মাঝে রাখবো কোথায় ঢেকে?


তোমার চরণধ্বনির তালে অবুঝ মনখানা বাজে,
পুলকিত পুষ্প ধারায় নিদ্রা ভাঙ্গে সকাল সাঁজে।
অয়ি এলোকেশী পরানে তোমার চেয়ে বহুগুণে
সুর দিয়ে কেমন করে নিয়েছো মহিমা তার থেকে?
হারিয়েছি সীমা অজান্তেই তোমার খেয়ালে।


মর্তের স্বপ্ন ভুলে রজনীগন্ধা ফুলের সৌরভে,
হারিয়েছে মনপ্রাণ ধূসর প্রান্তের  ছায়ানটে।
যদিবা দেখ তারে বহুকাল পরে পারিবে কী চিনতে?
ইচ্ছের সংকটময় মুহূর্তে প্রসারিত পথে ঘুরেফিরে,
পূর্ণ করিবো জীবন ভর প্রকৃতিমার ছোঁয়াতে।