প্রকৃতির বন্ধন
জুনায়েদ খান প্রান্ত
__________
বনলতা আর তৃণমূল অঞ্চলে,
যেথায় বিরাজ করে সৌন্দর্যের আভা।
রঙিন পাখি আর রঙিন ফুল,
মিলেমিশে আছে যেন পরিবেশের মাঝে।


যে পথে বিচরণ করে,
অসংখ্য পথের পথিক।
সৌন্দর্য ভেসে ওঠে,
তাদের চোখের মণির মাঝে।


যেথায় হেঁটে চলা পথিক আর,
ছোট ছোট ঘরবাড়ি।
সৃষ্টি করে যেন,
শিল্পির রঙিন তুলিতে আঁকা ছবি।


রাএির আকাশে ভেসে ওঠা চাঁদ,
প্রতিরাতে হাতছানি দিয়ে ডাকে।
উৎকন্ঠিত হয়ে উঠতো মৌন।
মাধুর্য ছড়ায় পুরো গগণতলে।


ঝোপঝাড় আর তরুলতা সাথে,
ঝরিয়ে আছে প্রকৃতির নিবিড় বন্ধনের মাঝে।
এ বন্ধন কভু নাহি ছাড়ি,
আকড়ে রাখি বাহু ডুরে।