স্বাধীনতা তুমি আমাদের মাতৃভাষা
মোঃ রায়হান কাজী
----------------------------
স্বাধীনতা তুমি আমাদের মাতৃভাষা,
জাগ্রত জনতার মুখে আজ গৌরবগাথাঁ।
লাখো জনতার উজ্জীবিত কন্ঠের কথা,
স্মৃতিচারণায় শুধু তুমিই স্বাধীনতা।


যেদিন বাংলা বলাতে ছিলো বাঁধা,
কলমের কালি হারাতে বসেছিলো স্বাধীনতা।
তুমি ছাত্র জনতা ঢাল হয়ে দিয়েছিলে বাঁধা,
রক্তে রঙিন উপাখ্যানে লিখেছিলে স্বাধীনতা।


সেদিন থেকে তরঙ্গে তরঙ্গে বাজে যে-ই গীত,
প্রভাতের সূর্যের আলোই স্বাধীনতার মূল স্ফটিক।
পরশি তোমার সুর উঠছে কেন কাঁপিয়া কাঁপিয়া,
মুক্তির গৌরব আজ স্বাধীনতা বলে উঠেছে বাজিয়া।


কোথায় লোকাবো মাতৃভাষা নিয়ে সুখের ভার,
শহীদ মিনারেই কী দেবো শুধু পুষ্প উপহার।
এ অজানিত সুখ নাকি দুঃখ অজানা,
খালি পায়ে হেঁটে পুষ্প অর্পণেই স্বাধীনতা।


বিচিত্র এই বন্ধন পুষ্পের কাননে,
আমাদের উৎসব সকল শহীদেরকে ঘিরে।
স্বাধীনতা তুমি আমাদের মাতৃভাষা,
জাগ্রত জনতার মুখে আজ গৌরবগাথাঁ।